বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো লিখিত আদেশ বা ই-মেইলে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়। পরে তাঁদের মাধ্যমে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্পষ্টভাবে জানানো হয়েছে— কূটনৈতিক মিশন, কনস্যুলেট, অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরাতে হবে।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনো অনেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তাঁরা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

বিদেশে নিযুক্ত দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল। নতুন নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুননভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার এবং বাস্তবায়ন তদারকির।”

আরেক কূটনীতিক জানান, তাঁদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাঁদের জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এক কূটনীতিক আবার বলেন, তিনি এখনো এমন কোনো বার্তা পাননি।

এই পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকছে না।

আরও পড়ুন:ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

More like this
Related

পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ

এ জেড সুজন,লালপুর (নাটোর) || এশিয়ান টাইমস বিডি নাটোরের লালপুরে...

০৩ বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে...

গোবিন্দগঞ্জে র‍্যাব এর উপর হামলা: আদালতে আসামির আত্মসমর্পণ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব সদস্যদের উপর...

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular