শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন
গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গাইবান্ধা পৌর শাখার নির্বাচন ও কাউন্সিল–২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. শহীদুজ্জামান শহীদ (প্রতীক: চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (প্রতীক: মোরগ) নির্বাচিত হয়েছেন।
‎শনিবার (১১ অক্টোবর ২০২৫) গাইবান্ধা পৌর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর।
‎নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রার্থীদের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়।

‎সভাপতি পদে ফলাফল
‎মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার) ২৫৮ ভোট নির্বাচিত (১ম)
‎মো. আবু বক্কর সিদ্দিক স্বপন (আনারস) ১৯৫ ভোট ২য় স্থান
‎মো. শফিকুল ইসলাম রুবেল (গরুগাড়ী) ০২ ভোট
‎বাতিল ভোট: ০৫

‎সাধারণ সম্পাদক পদে ফলাফল
‎মো. মোস্তাক আহমেদ (মোরগ) ২৬১ ভোট নির্বাচিত (১ম)
‎একেএম হানিফ বেলাল (মাছ) ১৩৩ ভোট ২য় স্থান
‎বিপুল কুমার দাস (হরিণ) ৫৯ ভোট
‎বাতিল ভোট: ০৭

‎সাংগঠনিক সম্পাদক পদে ফলাফল
‎মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি) ২০৫ ভোট নির্বাচিত (১ম)
‎মো. হুমায়ুন কবীর খান (হ্যারিকেন) ২২৮ ভোট ২য় স্থান।মো. আব্দুর রউফ (গাভী) ২০৪ ভোট ৩য় স্থান।মো. আহসান হাবীব (সেলাই মেশিন) ১১৩ ভোট।মো. মাসুম উজ্জামান (টিয়াপাখি) ৯০ ভোট।
‎মো. আবু আহম্মেদ আবু (মোমবাতি) ১০২ ভোট।
‎মো. মাছুদ রানা (মই) ২৬ ভোট।
‎মো. ইব্রাহীম (কলস) ৯ ভোট।
‎মো. জান্নাতুল ফেরদৌস (সিলিং ফ্যান) তথ্য পাওয়া যায়নি।


‎নির্বাচন পরিচালনা কমিটি
‎১. মো. আব্দুস সালাম- যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি
‎২. মো. মোশাররফ হোসেন বাবু – সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি
‎৩. মো. আব্দুল হাই – দপ্তর সম্পাদক, জেলা বিএনপি
‎৪. মো. আল হাসান রস- সম্পাদক, জেলা বিএনপি
‎৫. এ্যাড. শরিফুল ইসলাম রুবেল- সহ-আইন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি
‎৬. এ্যাড. খন্দকার আল আমিন – সদস্য, জেলা বিএনপি
‎৭. মো. সায়েম মন্ডল – সদস্য, ২নং ওয়ার্ড, পৌর বিএনপি
‎আহ্বায়ক: এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু


‎সহ-সভাপতি, জেলা বিএনপি ও আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, গাইবান্ধা পৌর বিএনপি।
‎নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল উৎসবমুখর। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার‎

More like this
Related

নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম...

নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থীর বিশ্বাস জাহাঙ্গীরের পক্ষে গনসংযোগ

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইল- ১(কালিয়া উপজেলা ও সদরের একাংশ)...

‎গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

গণ অধিকার পরিষদ ও জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি আজিজুর রহমানের

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি‎‎গণ অধিকার পরিষদ থেকে রাজনৈতিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular