সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে বিকাল ৫টার দিকে রাজধানী থেকে সাভারের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি মোতায়েন করা হয়।
এদিন বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাত করেন তিনি।
স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে ঘিরে শুক্রবার বিকাল থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে সেখানে জড়ো হন। হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনসমাগম।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল জনসমাগম ঘটে। একই দিন বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন।
