বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

ঘনবসতিতে অবৈধ ইটভাটা ‎প্রশাসনের নীরবতায় বেপরোয়া MAB ব্রিকস

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকা, বাজারসংলগ্ন স্থান এবং ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট উৎপাদন করে যাচ্ছে MAB ব্রিকস। পরিবেশ অধিদপ্তর (DoE) ও ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হলেও প্রশাসনের রহস্যজনক নীরবতায় এটি বহাল তবিয়তে চলছে।
‎সরেজমিনে দেখা গেছে, প্রায় ২ একর জমির ওপর গড়ে ওঠা এই ইটভাটার পরিচালক আনোয়ার হোসেন। ভাটার একাংশের অদূরেই ইদ্রাকপুর বাজার এবং কয়েকশ গজ দূরত্বে অবস্থিত ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আবাসিক এলাকা থেকে ন্যূনতম এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন বাধ্যতামূলক। কিন্তু আইনকে তোয়াক্কা না করেই বিদ্যালয়ের একেবারে পাশে চিমনি স্থাপন করে অবাধে চলছে কালো ধোঁয়ার কারখানা।


‎বিদ্যালয় চলাকালীন সময়েও ভাটার চিমনি থেকে নিরবচ্ছিন্ন কালো ধোঁয়া ও ছাই উড়ে এসে স্কুল চত্বরে ছড়িয়ে পড়ছে। ফলে ধোঁয়ার মধ্যেই শিক্ষার্থীদের পাঠগ্রহণ করতে হচ্ছে, যা শিশুস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

ঘনবসতিতে অবৈধ ইটভাটা


‎ফসলি জমির মাটি লুট, গ্রামীণ রাস্তা ধ্বংস
‎স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কাঁচামাটির জন্য আশপাশের ফসলি জমির উর্বর টপসয়েল কেটে রাতের আঁধারে ট্রাক্টর-ট্রলি ও ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে কৃষিজমি স্থায়ীভাবে অনাবাদি হয়ে পড়ছে। একই সঙ্গে ওভারলোড যানবাহনের দাপটে এলাকার কাঁচা ও পাকা গ্রামীণ সড়ক ভেঙে পড়েছে। রাস্তাজুড়ে সারাক্ষণ ধুলার আস্তরণ, বর্ষায় কাদা জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। এসব কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণ আইন, স্থানীয় সরকার আইন ও সড়ক পরিবহন আইনের সরাসরি লঙ্ঘন।

‎২০০ শ্রমিক, নেই ন্যূনতম নিরাপত্তা
‎অনুসন্ধানে জানা গেছে, ভাটাটিতে প্রতিদিন কাজ করেন প্রায় ২০০ জন পুরুষ শ্রমিক। অথচ অগ্নি নিরাপত্তার জন্য রয়েছে মাত্র একটি আগুন নির্বাপক যন্ত্র। শ্রমিকদের জন্য মাত্র দুটি বাথরুম, নেই মাস্ক, সেফটি জুতা কিংবা প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা। রান্নার কাজে নিয়োজিত একমাত্র নারী শ্রমিকের জন্যও নেই আলাদা স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা। ‎শ্রম আইন অনুযায়ী এসব অনিয়ম গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।


‎ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনস্বাস্থ্য
‎ভাটার কালো ধোঁয়া ও ছাইয়ে আশপাশের বসতবাড়ি, বাজার ও ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় এলাকা প্রতিনিয়ত ঢেকে যাচ্ছে। স্থানীয়দের দাবি, শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও শ্বাসজনিত রোগ আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিক্ষার্থীরা ধোঁয়ার ভেতর দিয়েই স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

‎প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
‎এতসব অনিয়ম, সরেজমিন প্রমাণ ও স্থানীয়দের একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও ইটভাটাটি কেন এখনো বন্ধ হয়নি-তা নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ।


‎প্রশাসনের বক্তব্য

‎এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট সরকারি পরিচালক উত্তম কুমার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বসলেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। অন্যদিকে সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
‎(নেজারত শাখা, সাধারণ শাখা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখা, এনজিও সেল এবং সিটিজেন কেয়ার) বলেন, ‎ভাটার বিষয়ে যত বেশি অভিযোগ আসবে, তত বেশি আমরা সেখানে অভিযান পরিচালনা করবো। অভিযোগের ভিত্তিতেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এলাকাবাসীর দাবি
‎এলাকাবাসী অবিলম্বে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান, অবৈধ ইটভাটা সিলগালা, মানহীন ইট বাজেয়াপ্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশ্ন একটাই আইন কি কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই অবৈধ ইটভাটার চিমনির নিচে চাপা পড়বে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্ম?

More like this
Related

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ঘিরে...

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের...

আজ এস এম সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী

শুভ সরকার,নড়াইল নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম ,...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular