শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু আগে তিনি কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছে জিয়ারত করেন। এ সময় হাদিসহ জুলাই গণ–অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তার যাত্রার বিষয়টি জানানো হয়।

এদিন সাদা রঙের একটি ফুলসজ্জিত গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। পথে রাস্তার দুপাশে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়। তার আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিএসসি থেকে ওসমান হাদির কবর পর্যন্ত বসানো হয় দুই স্তরের ব্যারিকেড।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

বিএনপির মিডিয়া সেল জানায়, জুলাই গণ–অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের উদ্দেশ্যে যাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

More like this
Related

ভোলায় বিএনপি–বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে...

নড়াইলে বিএনপির কর্মি সভা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইলে বিএনপি'র কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।...

গাইবান্ধার দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল‎

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের...

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular