ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তবে নির্ধারিত সময়সীমা বিকেল ৫টা পার হয়ে যাওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
আরও পড়ুন: নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, “হিরো আলমকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জানানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি উপস্থিত না হওয়ায় বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।”
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে হিরো আলম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আমজনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছিলেন।
মনোনয়নপত্র জমা না নেওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, “ফরম পূরণ করতে আমার প্রায় ৩০ মিনিট সময় বেশি লেগেছে। সাড়ে ৫টায় এসে মনোনয়নপত্র জমা দিতে চাইলে তা গ্রহণ করা হয়নি।”
আরও পড়ুন: কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন
