বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
‎শনিবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়া পুকুর বাজারের পূর্ব পাশে গড়েয়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬) গাইবান্ধাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ দুইজন নিহত হন।

আরও পড়ুন: গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নিহতরা হলেন,
‎বাসের হেলপার মূসা আকন্দ (২৫), পিতা মো. গণি আকন্দ, গ্ৰাম কাজীবাড়ি সন্তোলা, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা এবং
‎বাসযাত্রী জামিল হোসেন (২০), পিতা মো. হারুন মিয়া, গ্ৰাম ধনাশলা, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।
‎দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে নিহতের সংখ্যা বাড়তে পারে।
‎খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় রাখা হয়েছে।
‎এ ঘটনায় সড়কটির ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

More like this
Related

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত...

নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা

মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় পরকীয়ায় বাধা...

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযান, গ্রেফতার ৩

নাটোর জেলার লালপুর উপজেলায় সেনাবাহিনী যৌথ অভিযানে অবৈধভাবে বালু...

ভুয়ো প্রলোভনে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular