বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ভুল স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই: শফিকুল আলম

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ তিনি দেখছেন না।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, বর্তমানে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কার্যত শূন্য। তিনি অভিযোগ করেন, দলটির অনেক নেতাকর্মী দেশের বাইরে বসে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিন হাজার পুলিশ হত্যার মতো অবাস্তব দাবি এবং আন্দোলনে অংশ নেওয়া বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে। এসব বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দীর্ঘ ১৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ এখনো নিজেদের কোনো ভুল স্বীকার করেনি। এদিকে নির্বাচন সংশ্লিষ্ট মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় এসে ভুল স্বীকার করলেও তা আর কার্যকর হবে না বলে তিনি মনে করেন।

রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা, দায়বদ্ধতা ও জনগণের প্রতি সম্মানবোধ জরুরি উল্লেখ করে শফিকুল আলম বলেন, অতীতের ভুল স্বীকার ছাড়া জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।

এর আগে তিনি নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবামূলক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

শফিকুল আলম বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আশ্রম সংশ্লিষ্টরা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

More like this
Related

নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থীর বিশ্বাস জাহাঙ্গীরের পক্ষে গনসংযোগ

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইল- ১(কালিয়া উপজেলা ও সদরের একাংশ)...

বিএনপির ২০০ আসনে একক প্রার্থী তালিকা প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন নির্বাচনী...

খালেদা জিয়ার জানাজা বুধবার, জিয়াউর রহমানের পাশে দাফন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা...

নড়াইল ২ আসনে মো :মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবীতে আমরণ অনশন নড়াইলে

শুভ সরকার, নড়াইলআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular