বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালককে নিয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন,
“খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করব।”

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সূচি ছিল লিটন দাসদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে মুম্বাই যাওয়ার কথা ছিল বাংলাদেশের।

তবে বিসিবির এই সিদ্ধান্তে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

More like this
Related

সুপার ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহী ওয়ারিয়র্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর আজকের ম্যাচে রংপুর রাইডার্সকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular