বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ১৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত ইট ও বালু বিক্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি পক্ষের পরিকল্পিত হামলায় আমাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন: তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল দুই শতাধিক বিক্ষোভকারীর: টাইম ম্যাগাজি

অন্যদিকে বিএনপির নেতারা জানান, তাদের কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে দুইজন গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী সুজন বলেন, উদ্দেশপ্রণোদিত ভাবে রাস্তা সংস্কারের কাজ চলার সময় এনসিপির কিছু নেতাকর্মী ভিডিও ধারণ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়। এর প্রতিবাদ জানালে তাদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতারা রাস্তা কেটে ইট, বালু ও পিচ বিক্রি করছেন। এর প্রতিবাদ করায় এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম বলেন,গুজব ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে । এর ফলেই এই অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More like this
Related

নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম...

‎৫ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি ‎৫ দফা দাবিতে গাইবান্ধায়...

স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি‎‎স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের...

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular