নিজস্ব প্রতিবেদক
অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা রইল না।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে রায় দেন নির্বাচন কমিশন। শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ১৫
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল করা হলে সে সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ডা. তাসনিম জারা। আপিলের পরিপ্রেক্ষিতে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা।
