বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

গাইবান্ধায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২০০ কম্বল বিতরণ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এই প্রথমবারের মতো নির্মাণ শ্রমিকদের কল্যাণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং–১৪১০)। শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়াতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান মোল্লা, জেলা প্রশাসক, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ মৃধা, ইঞ্জিঃ আল-আমীন (রুহুল), ফাউন্ডার, রুহুল হাউজিং প্ল্যান এবং ফরমান আলী, প্রান্তে এন্টারপ্রাইজ।
‎বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো গঠনের অন্যতম চালিকাশক্তি হলেও তারা প্রায়ই অবহেলিত। তাদের জীবনমান উন্নয়নে নির্মাণ শ্রমিক ইউনিয়নের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শ্রমিকদের অধিকার ও মানবিক চাহিদা পূরণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


‎তাঁরা আরও বলেন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যতে শ্রমিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
‎অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত শ্রমিক প্রতিনিধিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন- সভাপতি খয়বর আলি, সাধারণ সম্পাদক সাহালোম, সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া, কার্যকরী সভাপতি রহিম উদ্দিন, কার্যকরী সদস্য শাহিন সরদার, ভুটু ও শফিকুল, সাংগঠনিক সম্পাদক ছাত্তার নিয়াজী, প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান মণ্ডল, ডেপুটি ম্যানেজার (ফ্রেশ সিমেন্ট) মারুফ হোসেন এবং হেলথ এইড, গাইবান্ধা-এর প্রতিষ্ঠাতা পরিচালক জে. মুনতাকিম।


‎বক্তারা বলেন, গাইবান্ধায় প্রথমবারের মতো নির্মাণ শ্রমিক ইউনিয়নের এমন আয়োজন শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন তারা।
‎অনুষ্ঠান শেষে শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎ উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি খয়বর আলি এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া

More like this
Related

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবন্ধায়...

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ডেস্ক জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা জুলাইযোদ্ধা জাহাঙ্গীর...

‎গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণ

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে...

নদীতে চলছে ল্যাম্বোরগিনি, উদ্ভাবক গাইবান্ধার দশম শ্রেণির ছাত্র রাহাত

ভিডিও দেখুন দূর থেকে দেখলে মনে হবে আধুনিক কোনো প্রাইভেট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular