সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। রাতের অন্ধকারে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে ফেরত নেওয়া হচ্ছে মূল স্থানে।
বুধবার রাতে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো এবং লুট হওয়া পাথর পুনঃস্থাপনে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়ার পরই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। মধ্যরাত থেকে শত শত ট্রাক থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জাফলং ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা পাহারা দেবে যৌথ বাহিনী। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং পাথর চুরিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী
সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর লুটের ঘটনা প্রকাশ্যে আসে গত ১১ আগস্ট। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিদর্শনের কয়েক ঘণ্টা পরই জেলা প্রশাসন এসব পদক্ষেপের ঘোষণা দেয়।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত এক বছরে কোনো বাধা ছাড়াই পাথর লুটপাট হয়েছে। একসময় মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের ভিড় থাকলেও এখন এলাকা পরিণত হয়েছে বিরানভূমিতে। চারদিকে কেবল ধু ধু বালুচর।
প্রশাসনের হিসাবে, গত এক বছরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন: জুলাই সনদে একবিন্দু ছাড় নয়: নাহিদ