এ জেড সুজন,লালপুর (নাটোর) || এশিয়ান টাইমস বিডি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে হাফেজী মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী একসঙ্গে গোসল করতে নেমে দুইজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনে পদ্মা নদীতে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন দুপুরে ১০-১২ জন ছাত্রকে নিয়ে নদীতে গোসল করতে নামেন। এ সময় ফরিদ ও রাব্বানি পানিতে তলিয়ে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
আরও পড়ুন: সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলাম ছেলে মোঃ ফরিদ ইসলাম (১৪), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানী।
মাদ্রাসার হুজুর আল আমিন হোসেন লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সিদ্দীক আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে একাধিকবার মাদ্রাসার হুজুর আল আমিনের মুঠোফোনে ফোন দিলে নাম্বারটি বন্ধ দেখায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’