বিনোদন প্রতিবেদক || এশিয়ান টাইমস বিডি
জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে। সদ্য প্রকাশিত পোস্টারেই দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ আর চারপাশে সাপ। ভয় ধরানো সেই পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় নাটকটি।

আরও পড়ুন: পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ
হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার জন্য পরিচিত এই নির্মাতার কাজ নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।
নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। তবে শুটিং অভিজ্ঞতা ছিল বেশ কঠিন। তৌসিফ জানান—
“রাত ৩টার সময় আমাকে কবরে শুতে হয়েছে। এরপর আমার ওপরে ছয়টি জলজ্যান্ত সাপ ছেড়ে দেওয়া হয়। আমি চরিত্রে লাশ ছিলাম, তাই নড়াচড়াও করতে পারিনি। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনোটা বুক বা ঘাড় বেয়ে চলছিল। যদি আক্রমণও করত, তখন আমাকে বাঁচানোর মতো কাছে কেউ ছিল না, শুধু সাপের বেদিনি ছিলেন।”
তিনি আরও বলেন, “মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যুর ভয়। লাশ হয়ে কবরে শুয়ে থাকতে গিয়ে মনে হচ্ছিল, সত্যিই একদিন যদি আমি মারা যাই, তবে আমাকে এভাবেই মাটিতে শোয়ানো হবে। শুটিংটা ছিল মানসিকভাবেও শিউরে ওঠার মতো অভিজ্ঞতা।”
আরও পড়ুন: সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

শুটিংয়ে আসল সাপ ব্যবহার করা হয়নি—এমন মন্তব্যের জবাবে তৌসিফ বলেন—
“অনেকে বলছে এটা গ্রাফিক্স, কিন্তু সত্যিকারের সাপ দিয়েই শুট হয়েছে। আমার কাছে প্রমাণস্বরূপ ভিডিওও আছে।”
সব মিলিয়ে, ‘খোয়াবনামা’ এর ভৌতিক আবহ আর বাস্তবভিত্তিক শুটিং অভিজ্ঞতা দর্শকদের কৌতূহল ও প্রত্যাশা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
ভয়ের কবর, জীবন্ত সাপ আর মৃত্যুর প্রতীকী অভিজ্ঞতার ভেতর দিয়েই এগিয়েছে নাটকের শুটিং। সব মিলিয়ে, ‘খোয়াবনামা’ এখন থেকেই আলোচনায় এবং দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে।
ভিডিও দেখুন
আরও পড়ুন: পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’