
নাটোর জেলার লালপুর উপজেলায় সেনাবাহিনী যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর ও লালপুর মৌজার চর জাজিরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে মোল্লা ট্রেডার্স বালু উক্তোলন করছিলো উল্লেখ্য উক্ত মৌজায় বৈধ ইজারা মোল্লা ট্রেডার্স হলেও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর সহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনরত৩ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের লালপুর থানায় প্রেরন করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন-মো:মাসুম শেখ(২৩) পিতা-মো শমাল হোসেন,মো: আদিল শেখ(৩৩) পিতা-মো:আলম শেখ, মো:জাহিদুল ইসলাম(২৯) পিতা-মো:জব্বার প্রামাণিক। তাদের বাড়ী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মসলেমপুর গ্রামে

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য প্রশাসনের কড়া নজরদারির দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে.