শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

গণ অধিকার পরিষদ ও জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি আজিজুর রহমানের


ছবি:সংগৃহিত

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

‎গণ অধিকার পরিষদ থেকে রাজনৈতিক যাত্রা শুরু, এরপর জামায়াতের যুব সংগঠনে সক্রিয় ভূমিকা সবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দিয়েছিলেন সুন্দরগঞ্জের আজিজুর রহমান। তবে নানা বিতর্ক আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত তাকে দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
‎বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে সাময়িকভাবে দলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

‎এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ বলেন,আজিজুর রহমান বারবার দলের ভাবমূর্তি ক্ষুর্ণ করছে । তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তাই অব্যাহতির সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাদের ধারণা, তিনি হয়তো অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এনসিপিতে যোগ দিয়েছিলেন।

‎আজিজুর রহমান অবশ্য বিষয়টি ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন,আমাকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে ঠিকই, তবে খুব শিগগিরই আমি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।রাজনৈতিক মহলের মতে, একের পর এক ভিন্ন রাজনৈতিক সংগঠনে ঘুরে বেড়ানো এবং শেষ পর্যন্ত এনসিপিতেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এ ধরনের ঘটনা দলের ভেতরে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এটি এনসিপির জন্য এক ধরনের সতর্ক সংকেতও বটে।

আরো পড়ুন: ‘নয়া নোট’ ওয়েব ফিল্মের ট্রেইলার প্রকাশ

আরো পড়ুন: গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


More like this
Related

ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর...

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

লালপুরে আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সহ ৮ জনের ৩ দিনের রিমান্ড

এ জেড সুজন,নাটোর জেলা প্রতিনিধি:গত ঈদুল ফিতরের দিন গুলি...

বিএনপি’র নামে কেউ টাকা দাবি করলে জানানোর আহ্বান

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular