মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া
নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগামী কাজী লাইনস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন এবং তিন শ্রমিক গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।