মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে এক বালু ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা
মঙ্গলবার বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান। অভিযানে প্রত্যক্ষ সহযোগিতা করে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল। অভিযানে অবৈধ বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে নগদ ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় একটি বাল্কহেট, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি জব্দ করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ঘাঘট নদীতে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানাকৃত ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।