মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে। জানা যায়, সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের ১-৪ নম্বর সিটে বসা এক নারী যাত্রীর হাতে থাকা লেদারের ভ্যানিটি ব্যাগ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারী সিপাহী মোছাঃ সুমাইয়া হক এর সহায়তায় তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ওই নারীকে আটক করা হয়।
আরও পড়ুন : অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান
আটককৃত নারীর নাম সাবানা (৩৬)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ডাকঘরের দোলাপাড়া গ্রামের মৃত আকবর ও মৃত ছালেমার মেয়ে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজার রহমান, সিপাহী মোঃ রজব হোসেন, সিপাহী মোঃ জুলফিকার রহমান, নারী সিপাহী মোছাঃ সুমাইয়া হক, ওয়্যারলেস অপারেটর মোঃ সুমন চৌধুরী এবং গাড়িচালক মোনায়েম হোসেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। ঘটনাস্থলেই গাঁজার ওজন করা হয় এবং নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে।
আরও পড়ুন : নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা
এ ঘটনায় উপ-পরিদর্শক জনাব মোঃ জুয়েল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত নারীকে থানায় সোপর্দ করা হয়েছে।