শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার‎

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার
গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশীকালে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মহেষপুর গ্রামের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (BAT) অফিসের সামনে অভিযান পরিচালিত হয়।


‎গ্রেফতারকৃতরা হলেন,

‎১/ লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলা, বড়খাতা ইউনিয়নের পূর্বসড়ডুবি গ্রামের মো. আতিয়ার রহমানের পুত্র মো. খাইরুল ইসলাম (৩৭)।
‎২/ লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলা, বড়খাতা ইউনিয়নের টংভাঙ্গা (টিএন্ডটিপাড়া) গ্রামের মো. আফজাল হোসেনের কন্যা মোছাঃ তাসলিমা আক্তার সুখী (১৬)  যিনি আইন অনুযায়ী শিশু হিসেবে বিবেচিত।


‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে উপস্থিত ছিলেন— সহকারী উপ-পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান, সিপাহী মো. জুলফিকার রহমান, মো. মাহাতাব উদ্দিন, মো. রজব হোসেন, মো. হাসান আলী এবং মোছাঃ সুমাইয়া হক।
‎গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাজ এসএফ ট্রাভেলস নামের বাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ব ১২-৪৫৯১) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের D-3 সিটে বসা খাইরুল ইসলামের কাছে থাকা ব্যাগ থেকে ২০ বোতল কোডিন মিশ্রিত ফেনসিডিল এবং D-4 সিটে বসা তাসলিমা আক্তারের পরিহিত বোরখার নিচে স্কচটেপে পেটের সঙ্গে বাধা অবস্থায় আরও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০ বোতল ফেনসিডিল (প্রতি বোতলে ১০০ মিলিলিটার, সর্বমোট ৪ লিটার)-এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।


‎অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাজ এসএফ ট্রাভেলস বাসের সুপারভাইজার মো. বকুল হোসেন (৪৫) এবং হেলপার মো. মাশরাফি হাওলাদার (২৪)। তারা জব্দতালিকায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
‎পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন, গ্রেফতারকৃত দুইজন একই উপজেলার বাসিন্দা। তারা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিলেন।
‎ঘটনাস্থলেই উদ্ধারকৃত ফেনসিডিলের দুটি বোতল নমুনা হিসেবে পৃথক করা হয় এবং বাকি আলামত সীলগালা করে অধিদপ্তরের হেফাজতে রাখা হয়।


‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।

More like this
Related

কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে বাগাতিপাড়ার শাঁখাশিল্প

ফজলে রাব্বি,বাগাতিপাড়া নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদর হতে প্রায় ২০...

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি আরো পড়ুন: নদীতে চলছে ল্যাম্বোরগিনি, উদ্ভাবক গাইবান্ধার...

গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ

মাহমুদুল হাবিব রিপনঃ গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল...

গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত : টানা ৪ দিন সূর্যের দেখা মিলছে না

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ঘন কুয়াশা ও উত্তরের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular