বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও খুরশিদের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার বেলা ১১টায় শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাড়িতে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন (অঃ) সেনা সদস্য কামরুল ইসলাম সরদার ।এসময় কুবাদ মোল্যা, মিল্টন কাজী, জয়নাল শেখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পাঠ কামরুল ইসলাম সরদার বলেন,

গত ২৬ নভেম্বর বুধবার সকালে ভীতি ও অর্থের লোভ দেখিয়ে পুরুলিয়া মোড়ে কিছু লোক জড়ো করে আনিচ শেখ, খুরশিদ মোল্যা, নাজিম মোল্যা, উজ্জ্বল মোল্যা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ শেখ হাসিনার প্রেতাত্তাদের নিয়ে মানববন্ধন করে। আমি কামরুল সরদার ও কোবাদ মোল্যার বিরুদ্ধে আনিচ ও খুরশিদের বাড়ির আঙ্গিনায়কে বা কহারা কয়েকটি ককটেল রেখে তাদের কে ফাঁসানোর চেষ্টা করে, উক্ত মানব বন্ধনে আমি ও কোবাদের বিরুদ্ধে দোষারোপ করে যে বক্তব্য প্রদান করেছে তাতে আমি ও কোবাদ মোল্যাকে সমাজে হেও করা সম্মানহানী করার অপচেষ্টা করে। এতে তৃতীয় পক্ষের কারও সুবিধা দেওয়ার অপচেষ্টা বলে মনে করি। এরুপ ঘৃনিত ঘটনার সাতে আমি বা কোবাদ মোল্যা বা আমাদের কেহ জড়িত নয়। পুর্ব শত্রুতারজের ধরে এই মিথ্যাচার । আমরা এরুপ মিথ্যা বক্তব্য ঘৃনা ভরে প্রত্যখান করছি, ও নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি।


লিখিত অভিযোগে আরও বলা হয় নাজিম, উজ্জ্বল মোল্যা অস্ত্রধারী সন্ত্রাসী ২০১৬ সালে এদের দ্বারা আক্রান্ত সর্টগানের গুলি দ্বারা সরফরাজ শেখ, হুমায় সরদার, আলউদ্দিন মোল্যা ও ফুরকান সরদার মারাত্ত্বক ভাবে জখম হয়।আগ্নেয়াস্ত্র সহ, ৪০ রাউন্ড গুলি সহ র‍্যাবে কাছে আটক হয়।
২০২৫ সাল যৌথবাহিনীর নিকট আটক হয় নাজিম মোল্যা, চঞ্চল মোল্যা, আসাদ মোল্যা ও আনিচ শেখ, এখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র, দুটিসর্ট গান, ৩২ টি খালি খোসা, ১২টি তাজা বুলেট ও বোম্ব তৈরীর ও গুলি তৈরীর উপাদান।
উল্লেখ্য যে, কালিয়া থানায় মামলা নং জি, আর ১২, উজ্জ্বল মোল্যা নাশকতা মামলার আসামী।
তিনি বলেন, আমি সংকিত তৃতীয় কোন শক্তির অপচেষ্টায় পুরুলিয়ার এই ক্রান্তি লগ্নে সাইকে সজাগ দৃষ্টি রাখার জন্যা অনুরোধ করছি। পাশাপাশি পুলিশ সুপারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

More like this
Related

বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

নড়াইল প্রতিনিধি দীর্ঘদিন যাবত নড়াইল জেলা পরিষদের বেদখলে থাকা কোটি...

র‍্যাবের অভিযানে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার‎

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল ৩৭ কেজি...

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ডেস্ক জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা জুলাইযোদ্ধা জাহাঙ্গীর...

‎চাঁদা না দিলে ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধের হুমকি

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, ভূয়া আইডি কাডের ফটোকপি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular