হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং রাত সোয়া ১২টার দিকে সেখান থেকে বাসায় ফিরে যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বেগম খালেদা জিয়ার ছোট বোন সেলিমা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন। ওই রাতেও মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান এবং তিনি দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন।
আরও পড়ুন: জামায়াতসহ আট দলের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা
ডা. জাহিদ হোসেন আরও জানান, ৮০ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিসসহ কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের নিজস্ব সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুন: কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন
