মাহমুদুল হাবিব রিপন, প্রতিনিধি

গাইবান্ধায় গাছ কাটার সময় কাটা গাছের নিচে চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকায় মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে সকাল থেকেই গাছ কাটার কাজ চলছিল। সন্ধ্যার দিকে পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী ছোট বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে যায়। এ সময় হঠাৎ করে কাটতে থাকা একটি বড় গাছ ভেঙে পড়ে ওই দুই বোনের ওপর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাছ কাটার কাজে নিয়োজিত লোকজন এবং গাছের মালিক মধু মিয়া ও মতিউর রহমান বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে গাছের পাতা দিয়ে শিশু দুটিকে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার থেকে এক কিশোরের লাশ উদ্ধার
এদিকে সন্ধ্যা থেকে দুই মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত আনুমানিক ৮টার দিকে খোঁজ করতে গিয়ে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়ের নিথর দেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে নিচ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের বাবা ফরিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার সময় যদি আমার মেয়েদের উদ্ধার করা হতো, তাহলে হয়তো তারা বেঁচে যেত। নির্মমভাবে আমার দুই সন্তানকে হারালাম। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) শ্রী সুমঙ্গল কুমার দাশ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
