শুভ সরকার, নড়াইল প্রতিনিধি
নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের মহিষখোলা এলাকায় পরিষদের নিজ কার্যালয়ে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
মেডিকেল ক্যাম্পে খুলনা বিএনএসবি হাসপাতাল থেকে অভিজ্ঞ ১১জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ , ফ্রি চশমা বিতরণ ও পরামর্শ প্রদান করেন। শরীফ আতিয়ার রহমানের পুত্র ডাঃ শরীফ শামীম আতিকের পৃষ্ঠপোকতায় সারা বছরই এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে থাকে। আয়োজকরা জানান, ৫শতাধিকের বেশি সংখ্যক মানুষ এখানে চোখের চিকিৎসা সেবা নিতে আসেন।। অনেক রোগীকে ভবিষ্যতে অপারেশনের জন্যও পরামর্শ দেওয়া হয়।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই নিয়মিতভাবে চোখসহ সকল ধরনের চিকিৎসা সেবা এখানে প্রদান করা হয় । প্রতিমাসে একবার করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়ও দুস্থ মানুষের সেবা প্রদান করে আসছে । আগামীতেও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
চক্ষু শিবিরে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি এস এ মতিন , পরিষদের উপদেষ্টা ইসমাইল হোসেন লিটন,সদস্য শামীম আহমেদ,প্রীতি দাস,বাবর মীর্জা রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
