ন্যাশনাল ডেস্ক || এশিয়ান টাইমস বিডি

গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক (বর্তমানে বহিষ্কৃত) জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, অপুকে জোরপূর্বক একটি “মিথ্যা স্বীকারোক্তি” দিতে বাধ্য করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ১১টায়, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে।
আরও পড়ুন: সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

গত ১ আগস্ট সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ করা হয়েছিল, তিনি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে চাঁদাবাজি করেছিলেন। তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানে আলম অপুর একটি ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী
পরিবারের ভাষ্য অনুযায়ী, ঢাকার দক্ষিণ অঞ্চল থেকে সশস্ত্র একদল ব্যক্তি তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায় এবং সেই অবস্থায় জোর করে ভিডিওতে স্বীকারোক্তি দিতে বাধ্য করে।
আরও পড়ুন: জুলাই সনদে একবিন্দু ছাড় নয়: নাহিদ