বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

সাতক্ষীরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি:এশিয়ান টাইমস বিডি


দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতাকর্মীরা হলেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আব্দুল হামিদ,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহিম খলিল, লিটন এবং সাইফুল ইসলাম।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

আরও পড়ুননভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনে গণতান্ত্রিক ভোট অনুষ্ঠিত হয়। ওই সময় বহিষ্কৃত পাঁচজন ভোটে বাধা সৃষ্টি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তারা কেন্দ্রীয় সিদ্ধান্তও অমান্য করেন বলে অভিযোগ আনা হয়েছে। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন,“দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি-আদর্শ মেনে চলতে হবে। সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার মতো আচরণ সহ্য করা হবে না।”

সাতক্ষীরা বিএনপির আহ্বায়ক পলাশ, সদস্য সচিব ডাবলু

তিনি আরও জানান, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে। যারা এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই বহিষ্কার নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, এতে ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এসেছে। আবার অনেকের মতে, দলকে সুসংগঠিত ও শৃঙ্খলায় রাখতে এই ধরনের কঠোর সিদ্ধান্ত জরুরি ছিল।

আরও পড়ুনপুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’

আরও পড়ুন: পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ

More like this
Related

নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী...

প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভুমি নাটোর

নাটোর জেলা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য এর...

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের...

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular