বগুড়া সদর উপজেলার সাবগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির ( ১২ বছর বয়সী) শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সাবগ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ওই কিশোর ভুক্তভোগী শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং সেখানে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।