শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

র‍্যাবের অভিযানে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার‎

গাইবান্ধা প্রতিনিধি , মাহমুদুল হাবিব রিপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল ৩৭ কেজি ওজনের কোটি টাকার একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল ৩৭ কেজি ওজনের কোটি টাকার একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর সিটিসি র‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জানা যায়, ওই এলাকার একটি সম্পত্তিতে কোটি টাকার ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি রাখা ছিল।


‎এ ঘটনায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
‎র‍্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আলস কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়েছে।
‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও এর প্রকৃত গুণাগুণ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ পর্যবেক্ষণ প্রয়োজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

More like this
Related

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স...

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে

ঈশ্বরদীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের...

প্রথম আলো-তে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে নড়াইলে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular