
মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি
প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও মৌলিক চাহিদা পূরণ করতে রাষ্ট্র কর্তৃক জীবনধারণ ভাতার ব্যবস্থা করাসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাব করা হয়েছে হেযবুত তওহীদের মতবিনিময় সভায়। ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
আরো পড়ুন: গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বজ্রশক্তির সম্পাদক ও বিশ্ব মানবাধিকার সংস্কার বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান এস.এম শামসুল হুদা। অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।
আরো পড়ুন: আধুনিকতার চাপে বিলুপ্ত প্রায় গাইবান্ধার ঐতিহ্যবাহী তামা-কাঁসার শিল্প
গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের আমীর মো. জাহিদ হাসানের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমীর আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় আমীর আশেক মাহমুদ, হেযবুত তওহীদের জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান ওপেল, সদর উপজেলা শাখার সভাপতি সোহরাব হোসেন শিরল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ।
মতবিনিময় সভায় তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সেই রিন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে পুনরায় প্রস্তাব করা হয়।