মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি

আরো পড়ুন: নদীতে চলছে ল্যাম্বোরগিনি, উদ্ভাবক গাইবান্ধার দশম শ্রেণির ছাত্র রাহাত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু এবং বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরো পড়ুন: গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য
আরো পড়ুন: আধুনিকতার চাপে বিলুপ্ত প্রায় গাইবান্ধার ঐতিহ্যবাহী তামা-কাঁসার শিল্প