শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত বাগাতিপাড়ার আয়েশা আক্তার

মোঃফজলে রাব্বি , বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

asian times bd
নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত বাগাতিপাড়ার আয়েশা আক্তার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: আয়েশা আক্তার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক মনোনয়ন শেষে জেলা পর্যায়ে নির্বাচন করা হয়। এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন। এবার তিনি জেলার সম্মাননা অর্জন করলেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে নাটোর জেলার গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন: নাটোরের লালপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

আয়েশা আক্তার শুধু শিক্ষক হিসেবেই নয়, বরং বিভিন্ন অর্জনের মাধ্যমে ইতোমধ্যেই জেলার শিক্ষাঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি পূর্বে শিক্ষা ও চাকরিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। এছাড়া শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মে উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশসেরা উদ্ভাবক খেতাব।

গুণী শিক্ষক নির্বাচিত হয়ে আয়েশা আক্তার বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় সম্মান। আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুই আলোকিত মানুষ হওয়ার যোগ্য। তাদের গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

তার এ অর্জনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম

More like this
Related

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর...

বিশ্ব শিক্ষক দিবসে বাগাতিপাড়ার গুণী শিক্ষক স্বপ্না রানী ও আয়েশা আক্তার

মোঃফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি বিশ্ব শিক্ষক দিবসে বাগাতিপাড়ার গুণী...

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ

‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নব্যবিবাহিত দম্পতির বাসর রাতে...

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক, গ্রেপ্তার ৪

নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular