মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সংসার ভাঙনের বেদনায় এক কৃষক প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই কৃষকের নাম লিটন ফারাজি (৪৫)। বিয়ের ২৫ বছর পর স্ত্রী লাভলী আকতার অন্যের সঙ্গে চলে যান এবং তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এ খবর জানার পর ভেঙে পড়েন লিটন। অবশেষে মানসিক কষ্ট সামলাতে তিনি দুধ কিনে গোসল করেন।
আরও পড়ুন: গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন
লিটন ফারাজি বলেন, আমি কখনো ভাবিনি স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। পরে জানতে পারি, সে তালাক দিয়েছে। এই কষ্ট আর যন্ত্রণা সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। লিটন ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই সংসার শুরু করেছেন।
এলাকার বাসিন্দা হারুন মিয়া জানান, লাভলী বেগম দীর্ঘদিনের অশান্তির কারণে বাবার বাড়ি চলে যান। সেখান থেকেই তিনি স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। এই খবরে ভেঙে পড়ে লিটন প্রায় ৪০ কেজি দুধ কিনে গোসল করেন।
গ্রামে এখন তুমুল আলোচনার বিষয় স্ত্রীর তালাকের কষ্টে কৃষকের দুধে গোসল। কেউ এটিকে দুঃখের প্রকাশ, আবার কেউবা ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে দেখছেন।