বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

‎ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা, ছবি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

‎রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। এতে গাইবান্ধা ও বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে পড়ে করতোয়া এক্সপ্রেস, দোলনচাপা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসসহ অন্তত চারটি আন্তঃনগর ট্রেন। হঠাৎ এই বিপর্যয়ে কয়েকশ যাত্রী পড়েন চরম দুর্ভোগে।

‎১৬ সেপ্টেম্বর দুপুর থেকে আটকে পড়া যাত্রীদের মধ্যে শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। দুপুর গড়িয়ে বিকেল হলেও কোথাও থেকে খাবার কিংবা পানি না মেলায় যাত্রীরা হতাশায় ভুগছিলেন। অনেকেই বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: প্রথম আলো-তে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে নড়াইলে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন


‎এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগির খান। তিনি নিজ উদ্যোগে স্টেশনের পাশে খিচুড়ি ও ডিম রান্নার আয়োজন করেন। পরে প্রায় দুই শতাধিক যাত্রী, স্টেশন মাস্টার এবং ট্রেনের অন্যান্য স্টাফদের মধ্যে খাবার বিতরণ করেন। শিশুদের জন্য বিশেষভাবে দুধ ও হালকা খাবারের ব্যবস্থাও করেন তিনি। তার ভাতিজা আরিফ খান জানান, যাত্রীরা ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। তাই আমরা খিচুড়ি রান্না করে বিতরণের সিদ্ধান্ত নেই।


‎খাবার হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন অনেক যাত্রী। করতোয়া এক্সপ্রেসের এক যাত্রী বলেন, দুপুর থেকে আমরা কিছু খেতে পারিনি। ছোট বাচ্চা কান্না করছিল। খাবার পেয়ে আমাদের অনেক ভালো লাগছে । স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, আটকে পড়া ট্রেনের যাত্রীদের জন্য খাবারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ঘাঘট নদীতে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

‎স্থানীয়রা জানান, সংকটময় মুহূর্তে সাগির খানের এই মানবিক উদ্যোগ যাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। যাত্রীরা বলেন, এমন উদ্যোগ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে।

‎রেলওয়ে কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে পীরগাছা স্টেশনে পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। রাত ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে আটকে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করে।

More like this
Related

০৩ বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে...

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড...

‎গাইবান্ধায় ২ কেজি গাঁজা সহ নারী আটক

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে...

নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা

মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় পরকীয়ায় বাধা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular