মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ অভিযানে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
আরও পড়ুন: গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
এলাকার সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে মামুনের অপকর্মের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা বলেন, অবশেষে গ্রেফতারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আব্দুল্লাহ আল মামুন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সচেতন মহল পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে তিন দশকেও মাঠ পায়নি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুদের শৈশব আটকে গভীর খাদে
