মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধাপ্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাটশালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে চরম অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে তিনি বিদ্যালয়ে একদিনও উপস্থিত না থেকেও বেতন তোলার ফন্দি আঁটছেন।
জানা যায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া উপস্থিতি তালিকায় সাজ্জাদ হোসেনকে নিয়মিত দেখিয়েছেন। অথচ তিনি পুরো মাস বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন জানান, আমি গত এক মাসে ক্লাস্টারের বাইরে ব্যস্ত থাকায় স্কুল পরিদর্শনে যেতে পারিনি। এ বিষয়ে প্রধান শিক্ষকও আমাকে অবহিত করেননি। তবে সাজ্জাদ হোসেন পূর্বেও একইভাবে দায়িত্ব এড়িয়ে গেছেন। আর কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে বিভাগীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের এক প্রভাবশালী সাবেক এমপির ঘনিষ্ঠ হওয়ায় সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা করে আসছেন।
উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
