বুধবার, নভেম্বর ৫, ২০২৫

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা

বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ব শিক্ষক দিবস, ছবি:‎মোঃ মাহমুদুল হাবিব রিপন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবন্ধায় রোববার জেলা শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন। এ উপলক্ষে স্থানীয় পৌরপার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বওে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।


‎পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, অধ্যক্ষ মনিরুল ইসলাম, শরীফ মো. আবু ইউসুফ, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, আরজুমান আরা বেগম প্রমূখ।


‎বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও স্বীকৃতি দিতে পারলে তারা আরও সামর্থ ও অনুপ্রেরণা নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সক্ষম হবেন।

More like this
Related

গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের...

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে

ঈশ্বরদীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি আর মাত্র ২ দিন পরই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মে তোলপাড় গাইবান্ধা

মোঃ মাহমুদুল হাবিব রিপন‎: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার নুরুল হক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular