বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার


‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার
গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।


‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‎অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক মো. এনামুল হক, সহকারী উপ-পরিদর্শক শাপলা রানী সিংহসহ আরও নয়জন কর্মকর্তা।


‎অভিযান দলটি দুপুর ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মহেষপুর এলাকার ব্রিটিশ আমেরিকান টোবাকো (BAT) অফিসের পশ্চিম পাশে রংপুর–ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আরবি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১১-৯২৫১) থামিয়ে তল্লাশি চালানো হয়।
‎তল্লাশিকালে বাসের যাত্রী মো. শাহিন আলম (২০)-এর স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির বাম পাশের লকারে থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে প্লাস্টিকের বস্তায় ভরা ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক স্থানীয় বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

‎গ্রেফতারকৃত শাহিন আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ বারাইতারি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আক্কাস আলী ও মাতার নাম মোছা. শেফালী বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা সূত্রে জানায়, উদ্ধারকৃত আলামত অধিদপ্তরের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (ধারা ৩৬(১) সারণি ১৯(খ) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।


‎উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

More like this
Related

নাটোরে পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার চারজন “

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) , নাটোরের...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি ‎অন্তবর্তীকালিন সরকারের মেয়াদকালে তিস্তা...

গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের...

চাঁদাবাজদের হুমকিতে বন্ধ বৈধ বালু ব্যবসা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলার মহিমাগঞ্জ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular