মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার দুপুরে কালির বাজার বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম মাস্টার, আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, রানু সরকার, উত্তম বর্মন, সাধন চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ এবং উদাখালি খাল সংস্কারের দাবি জানান। তারা আরও বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে গণস্বাক্ষরসহ কৃষকরা বিক্ষোভ সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছিল। কিন্তু কৃষকের দুর্ভোগ মোচনে এখনও রতনপুর রেগুলেটর নির্মাণ হয়নি এবং উদাখালি খালও সংস্কার করা হয়নি।
