বুধবার, নভেম্বর ৫, ২০২৫

ইজিভ্যান চালক আলিপ হত্যার মামলার দুই আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ইজিভ্যান চালক আলিপ হত্যার তিন দিনের মধ্যে দুই ঘাতক গ্রেফতার
নড়াইলে ইজিভ্যান চালক আলিপ হত্যার তিন দিনের মধ্যে দুই ঘাতক গ্রেফতার

নড়াইল সদর উপজেলার ছোট মিতনা গ্রামের নিখোঁজ কিশোর ইজিভ্যান চালক মোঃ আমিনুর বিশ্বাস আলিপ (১৫) হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। মাত্র তিন দিনের মধ্যে ঘটনায় জড়িত দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পিপিএম (বার)।

তিনি জানান, গত ৫ অক্টোবর আলিপের মা রোজিনা বেগম তার ছেলেকে না পেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৭৯, তারিখ ০৫/১০/২০২৫) করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ৩ অক্টোবর সকালে আলিপ ইজিভ্যান চালাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তদন্তে জানা যায়, আলিপের সঙ্গে স্থানীয় মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০) শেষবার দেখা গিয়েছিল।

তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মিনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মিনারুল পুলিশের কাছে স্বীকার করে, সে ও হৃদয় মোল্যা পরিকল্পিতভাবে আলিপকে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে, এরপর দেবভোগ বিল এলাকায় নিয়ে গলা চেপে হত্যা করে এবং মৃতদেহ পাশের ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

পরদিন ঘাতকরা আলিপের ইজিভ্যানের ব্যাটারি খুলে নড়াইল শহরের মুচিরপোল এলাকায় বিক্রি করে দেয়।
পুলিশ অভিযানে ব্যাটারি, ইজিভ্যান ও ভিকটিমের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করে।

আরও পড়ুন: গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার

ঘটনার পর ৬ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে পালানোর সময় হৃদয় মোল্যাকে গ্রেফতার করে পুলিশ।

ভিকটিমের মা রোজিনা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা (নং-০৭, তারিখ ০৬/১০/২০২৫, ধারা-৩০২/২০১/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।

গ্রেফতারকৃত দুই আসামি আদালতে হাজির হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর এ আলম সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম এবং নড়াইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

More like this
Related

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা)...

‎গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণ

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মে তোলপাড় গাইবান্ধা

মোঃ মাহমুদুল হাবিব রিপন‎: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার নুরুল হক...

সাদুল্লাপুরে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি‎ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular