সারাদেশ-এর সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর।

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একটি পেঁয়াজ আমদানি শুরু হই । পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম ইতিমধ্যে কমেছে।
হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়,দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতেই দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর (৩ মার্চের পর) প্রথম ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলো।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ বেলা দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।“আর কোনো নতুন অনুমতি দিলে বিকেলে জানা যাবে।”
উল্লেখ্য সর্গবশেষ ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানি কারকরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।
আমদানিকারকদের একজন বলেন
“আমি হিলি স্থলবন্দর দিয়ে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসবে।”
স্থানীয়ও ব্যবসায়ীরা জানান, “আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের পেঁয়াজ বাযারে আসলে খুচরা বাজারেও দাম কমতে শুরু করবে।
জনসাধারণ আশা করছে পেঁয়াজ আমদানির এই উদ্যোগের ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।