মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় কৃষি ও কসমেটিকস প্রতিষ্ঠান লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেড-এর ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি পেয়েছেন নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান বসির আহমেদ।
প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি ধাপে ধাপে অগ্রসর হন। প্রথমে ম্যানেজার হিসেবে যোগদান, পরে জেনারেল ম্যানেজার এবং পরবর্তীতে প্রায় এক বছর সফলভাবে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্ব ও সাফল্যের ধারাবাহিকতায় এবার তাকে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হলো।
নিজ এলাকার মানুষ এবং সহকর্মীদের জন্য এটি গর্বের বিষয়। কৃষি ও কসমেটিকস খাতে উদ্ভাবনী কর্মকাণ্ডে তাঁর অবদান প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত বাগাতিপাড়ার আয়েশা আক্তার
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বসির আহমেদ বলেন—
“আমি সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো আমার সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোম্পানির উন্নয়নে আরও অবদান রাখতে সচেষ্ট থাকব। কৃষি ও কসমেটিকস খাতে দেশের উন্নয়নের অংশীদার হতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
সহকর্মীরা মনে করছেন, তাঁর এই পদোন্নতি প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং তরুণদের জন্যও একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন: লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম