বুধবার, নভেম্বর ৫, ২০২৫

শকুন্তলা হত্যায় গ্রেফতার অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাট্য পরিচালক যারযিস আহমেদ এর পরিচালনায় শুরু হয়েছে নতুন একক নাটক “যে রাতে জোনাকির আলো নিভেছিল”-এর শুটিং। নাটকের গল্পে শকুন্তলা নামে এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনায় সাংবাদিক ও অভিনেতা শুভ সরকার-কে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়।

তবে এটি বাস্তব নয়—গল্পের অংশ হিসেবেই এমন নাটকীয় ঘটনা ঘটছে। নাটকে দেখা যায়, শকুন্তলা ও সুকুমারের (অভিনয়ে শুভ সরকার) মধ্যে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। কিছুদিন পর শকুন্তলার মৃত্যু ঘটলে সন্দেহের তীর যায় সুকুমারের দিকে। গল্পে প্রেম, রসিকতা, আবেগ ও রহস্য—সবকিছু মিলিয়ে এক চমৎকার মিশ্র আবহ তৈরি করেছে এই নাটক। অভিনেতা শুভ সরকার বলেন,

শকুন্তলা হত্যায় গ্রেফতার অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার

“এটা খুবই ভালো একটি গল্প। প্রেম, বিনোদন, আবেগ—সবই আছে। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মুকুল সিরাজ ভাই।” নাটকের সূটিং চলছে নড়াইলের বিভিন্ন লোকেশনে।

নাটকের নির্মাতা যারযিস জানান, দর্শকরা এই নাটকে এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রের স্বাদ পাবেন। খুব শিগগিরই নাটকটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হবে।সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাট্য পরিচালক যারযিস আহমেদ এর পরিচালনায় শুরু হয়েছে নতুন একক নাটক “যে রাতে জোনাকির আলো নিভেছিল”-এর শুটিং। নাটকের গল্পে শকুন্তলা নামে এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনায় সাংবাদিক ও অভিনেতা শুভ সরকার-কে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়। তবে এটি বাস্তব নয়—গল্পের অংশ হিসেবেই এমন নাটকীয় ঘটনা ঘটছে। নাটকে দেখা যায়, শকুন্তলা ও সুকুমারের (অভিনয়ে শুভ সরকার) মধ্যে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। কিছুদিন পর শকুন্তলার মৃত্যু ঘটলে সন্দেহের তীর যায় সুকুমারের দিকে।

গল্পে প্রেম, রসিকতা, আবেগ ও রহস্য—সবকিছু মিলিয়ে এক চমৎকার মিশ্র আবহ তৈরি করেছে এই নাটক। অভিনেতা শুভ সরকার বলেন,

“এটা খুবই ভালো একটি গল্প। প্রেম, বিনোদন, আবেগ—সবই আছে। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মুকুল সিরাজ ভাই।” নাটকের সূটিং চলছে নড়াইলের বিভিন্ন লোকেশনে।

নাটকের নির্মাতা যারযিস জানান, দর্শকরা এই নাটকে এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রের স্বাদ পাবেন। খুব শিগগিরই নাটকটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

More like this
Related

কবরে জলজ্যান্ত ছয় সাপ ছাড়লেন নির্মাতা,শিউরে ওঠা অভিজ্ঞতা শেয়ার করলেন তৌসিফ মাহবুব

 বিনোদন প্রতিবেদক || এশিয়ান টাইমস বিডি জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ...

‘রামায়ণ’- ছবিতে রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন!

‘রামায়ণ’- ছবিতে নতুন চমক, রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন! অয়ন...

‘নয়া নোট’ ওয়েব ফিল্মের ট্রেইলার প্রকাশ

ভিডিও দেখুন এ যেন রক্ত কথা বলে, বলছিলাম তরুণ পরিচালক...

পরিচালনার ২ যুগ চয়নিকা চৌধুরীর

কথপোকথন (১৮ সেপ্টেম্বর ২০০১ - ১৮ সেপ্টেম্বর, ২০২৫)আজকের এই দিনটা...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular