‘রামায়ণ’- ছবিতে নতুন চমক, রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন!

অয়ন মুখার্জির নির্মিত বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’ মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই ছবির বিভিন্ন চরিত্রের লুক এবং ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে, যা দর্শকদের উন্মাদনার কেন্দ্র এর মধ্যে শোনা যাচ্ছে, এই ছবির সূত্রধরের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে
শোনা জেসছে তার কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে মেগাবাজেটের ‘রামায়ণ’। তার অভিনয়ের ভক্তের পাশাপাশি তার কণ্ঠস্বরের অনুরাগী সংখ্যাও কম নয়। এর আগে বিভিন্ন সময় বলিউডের বিভিন্ন ছবিতে তার কণ্ঠে ছবির কাহিনি সংক্ষেপের সাথে এগিএগিয়েছেবির গল্প। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ‘লাগান, ব্রহ্মাস্ত্র’ ছাড়াও অনেক জনপ্রিয় ছবি।
ছবির টিমের পক্ষ থেকে এখনো নিশ্চিত না করা হলেও গুঞ্জন যে সূত্রধর হিসেবেই নন বরং এই ছবিতে একইসঙ্গে ‘জটায়ু’ চরিত্রটিতেও তার কণ্ঠ শোনা যাবে।
এখান থেকেই সবার ধারণা করা যাই এই ছবিতে তিনিই গল্পটি বলে যাবেন রামায়ণে ঘটা সব কিছুর সাক্ষী হিসেবে।
তাই এই খবরে দর্শকরা যে বেশ কৌতূহলী তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর তার সাথে বিগ বাজেটের এ ছবিতে আরও অভিনই করবেন বলিউডের সানি দেওল, পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাঁই পল্লবী প্রমুখ।
আরও পড়ুন: কবরে জলজ্যান্ত ছয় সাপ ছাড়লেন নির্মাতা,শিউরে ওঠা অভিজ্ঞতা শেয়ার করলেন তৌসিফ মাহবুব