শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

Asian Times bd
গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

গত বছর ছাত্র আন্দোলন চলাকালে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার ৪ মাস পর এই প্রথম নীরবতা ভেঙে গ্রেফতার ইস্যু নিয়ে ক্ষাৎকারে অংশ নিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানার বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র অনুষ্ঠানে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন নুসরাত।অনুষ্ঠানে উপস্থাপক চিত্রনায়ক জায়েদ খান এক পর্যায়ে এ নুসরাতের কাছে জানতে চান গ্রেফতারের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা থেকে জীবনের দর্শন, তার অনুভূতি কেমন।

নুসরাত ফারিয়া বলেন,

আমার জীবনে এমন ঘটবে আমি তা দুঃস্বপ্নেও ভাবিনি। তবে এ অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি বলতে পারি। এ বাজে অভিজ্ঞতা আমাকে মানসকিভাবে বড় হতে সাহায্য করেছে।

নুসরাত ফারিয়া আরও বলেন,


আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্য কারো সঙ্গে হতে পারত। অনেকের সঙ্গেই হয়তো বা হচ্ছে, হবে। আমি এ বিষয়ে জানি না। তবে আমি ভাগ্যবান। আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। যাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজকে আপনার (জায়েদ খান) সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা-মা, ভাই-বোন তাদের সবার দোয়া এবং সহকর্মী, ভক্ত, সাংবাদিকদের ভালোবাসার কারণে কঠিন সময় পার করতে পেরেছি।

সবশেষে এ অভিনেত্রী বলেন,

পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে, কোনোকিছুই স্থায়ী নয়। জীবন অস্থায়ী। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। মানসিকভাবে নিজেকে তৈরি থাকতে হবে। জীবনে সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সে বিপদ থেকে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। ওই খারাপ সময় থেকে জীবনে এটাই আমি শিখেছি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গত ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হন। দুই দিন কারাবাসের পর ২০ মে জামিন পান তিনি। জামিন পাবার অভিজ্ঞতাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী

আরও পড়ুনঃ নয়া নোট’ ওয়েব ফিল্মের ট্রেইলার প্রকাশ

More like this
Related

পরিচালনার ২ যুগ চয়নিকা চৌধুরীর

কথপোকথন (১৮ সেপ্টেম্বর ২০০১ - ১৮ সেপ্টেম্বর, ২০২৫)আজকের এই দিনটা...

‘নয়া নোট’ ওয়েব ফিল্মের ট্রেইলার প্রকাশ

ভিডিও দেখুন এ যেন রক্ত কথা বলে, বলছিলাম তরুণ পরিচালক...

কবরে জলজ্যান্ত ছয় সাপ ছাড়লেন নির্মাতা,শিউরে ওঠা অভিজ্ঞতা শেয়ার করলেন তৌসিফ মাহবুব

 বিনোদন প্রতিবেদক || এশিয়ান টাইমস বিডি জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ...

‘রামায়ণ’- ছবিতে রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন!

‘রামায়ণ’- ছবিতে নতুন চমক, রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন! অয়ন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular