ভিডিও দেখুন

এ যেন রক্ত কথা বলে, বলছিলাম তরুণ পরিচালক অনন্য প্রতীক চৌধুরীর কথা, যিনি দেশর বিখ্যাত নির্মাতা দম্পতি অরুন চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান। পরিচালক দম্পতির ঘর থাকে উঠে আসলো আরোও এক নির্মাতা। এই “নয়া নোট ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অনন্য প্রতীক চৌধুরী’র। ইতিমদ্ধেই নির্মাতার ওয়েব ফিল্ম নয়া নোটের ট্রেইলার দর্শকদের মনে ব্যাপক ছাড়া জাগিয়েছে।
“দুনিয়ায় সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, আর কেউ কোটি টাকার জন্য। “এমন ক্যাপশনে গত মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ওয়েট ফিল্ম “নয়া নোটে” এর ট্রেইলার।
“নয়া নোট”এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী । নাসির উদ্দিন খান ছাড়াও নয়া নোটে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা,দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী,ইকবাল হোসেন,আজম খান, মনিফা মোস্তাফিজ মন,ফেরারি অমিত শিশু শিল্পী মোহন,ফারিয়া, আবির এবং অরণ্য বিশ্বাস। ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত ওয়েব ফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন। ওয়েব ফিল্মটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে দর্শকরা দেখতে পারবেন আইস্ক্রিন অরিজিনালএ. ডেস্ক রিপোর্ট এশিয়ান টাইমস বিডি ঢাকা