মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের (প্রতিষ্ঠিত ১৯১৪) গর্বিত শিক্ষার্থী এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে আয়োজন করলেন স্মরণীয় মিলনমেলা ও পিকনিক উৎসবের।
৩ অক্টোবর শুক্রবার সকালে তারা মিলিত হন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে । সেখান থেকে মোটরসাইকেল যোগে হরিপুর মাওলানা ভাসানী সেতুর উদ্দেশ্যে রওনা। প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম আবহে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। বন্ধুরা একসাথে বসে আড্ডা, গান আর নাচ-গানে মেতে ওঠেন। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, এত বছর পর আবার একসাথে হতে পেরে সত্যিই অপরিসীম আনন্দ অনুভব করছি।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নৌকাভ্রমণ। তিস্তার বুকে নৌকায় বসে সবাই গান গেয়ে, সেলফি তুলে আর হাসি-আড্ডায় ভরে তোলেন চারপাশ। পুরনো দিনের স্মৃতিচারণ আর বন্ধুত্বের উষ্ণতায় ভ্রমণ সময়টুকু যেন হয়ে ওঠে জীবনের বিশেষ মুহূর্ত।
ফিরে এসে সেতুর নিচেই আয়োজন করা হয় ফুটবল খেলার। খেলায় অংশ নিয়ে পুরনো দিনের তারুণ্যের উচ্ছ্বাস যেন আবারও ফিরে পান সবাই। খেলা শেষে শুরু হয় দুপুরের খাবারের আয়োজন হাঁসের মাংস, পোলাও, সবজি ও ডিমসহ নানা পদে সাজানো এ আয়োজন জমে ওঠে সবার মিলিত আনন্দে।
আরও পড়ুন: ভুয়ো প্রলোভনে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ
শুধু বিনোদনেই সীমাবদ্ধ ছিল না এ মিলনমেলা। নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা ও পরিকল্পনাতেও যুক্ত হন তারা। কেউ বলেন , বন্ধুত্বের এই সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে, কেউবা জানান ,আগামীতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই তারা একসাথে কাজ করতে চান।
অংশগ্রহণকারীরা একবাক্যে জানান, আমাদের সম্পর্ক যেন এই সেতুর মতোই শক্ত আর স্থায়ী হয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন এভাবেই একে অপরের পাশে থাকতে পারি।
দিনব্যাপী হাসি-আনন্দ, নৌকাভ্রমণ, খেলাধুলা, খাওয়া-দাওয়া আর স্মৃতিচারণের মধ্য দিয়ে আয়োজিত এ মিলনমেলা শেষ হলেও অংশগ্রহণকারীদের কাছে এটি হয়ে থাকবে এক অনন্য স্মৃতি।
