শুভ সরকার, নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিএনপি’র কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার আউলিয়া ইউনিয়নের দত্তপাড়ায় এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আক্তার হোসেন। সাধারন সস্পাদক রেজাউল মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
আরও পড়ুনঃ চাঁদাবাজদের হুমকিতে বন্ধ বৈধ বালু ব্যবসা
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এনামুল সরদার।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুল সাঈদ বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমূখ।
আরও পড়ুনঃ নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
