মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গাইবান্ধা পৌর শাখার নির্বাচন ও কাউন্সিল–২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. শহীদুজ্জামান শহীদ (প্রতীক: চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (প্রতীক: মোরগ) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) গাইবান্ধা পৌর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রার্থীদের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়।
সভাপতি পদে ফলাফল
মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার) ২৫৮ ভোট নির্বাচিত (১ম)
মো. আবু বক্কর সিদ্দিক স্বপন (আনারস) ১৯৫ ভোট ২য় স্থান
মো. শফিকুল ইসলাম রুবেল (গরুগাড়ী) ০২ ভোট
বাতিল ভোট: ০৫
সাধারণ সম্পাদক পদে ফলাফল
মো. মোস্তাক আহমেদ (মোরগ) ২৬১ ভোট নির্বাচিত (১ম)
একেএম হানিফ বেলাল (মাছ) ১৩৩ ভোট ২য় স্থান
বিপুল কুমার দাস (হরিণ) ৫৯ ভোট
বাতিল ভোট: ০৭
সাংগঠনিক সম্পাদক পদে ফলাফল
মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি) ২০৫ ভোট নির্বাচিত (১ম)
মো. হুমায়ুন কবীর খান (হ্যারিকেন) ২২৮ ভোট ২য় স্থান।মো. আব্দুর রউফ (গাভী) ২০৪ ভোট ৩য় স্থান।মো. আহসান হাবীব (সেলাই মেশিন) ১১৩ ভোট।মো. মাসুম উজ্জামান (টিয়াপাখি) ৯০ ভোট।
মো. আবু আহম্মেদ আবু (মোমবাতি) ১০২ ভোট।
মো. মাছুদ রানা (মই) ২৬ ভোট।
মো. ইব্রাহীম (কলস) ৯ ভোট।
মো. জান্নাতুল ফেরদৌস (সিলিং ফ্যান) তথ্য পাওয়া যায়নি।
নির্বাচন পরিচালনা কমিটি
১. মো. আব্দুস সালাম- যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি
২. মো. মোশাররফ হোসেন বাবু – সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি
৩. মো. আব্দুল হাই – দপ্তর সম্পাদক, জেলা বিএনপি
৪. মো. আল হাসান রস- সম্পাদক, জেলা বিএনপি
৫. এ্যাড. শরিফুল ইসলাম রুবেল- সহ-আইন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি
৬. এ্যাড. খন্দকার আল আমিন – সদস্য, জেলা বিএনপি
৭. মো. সায়েম মন্ডল – সদস্য, ২নং ওয়ার্ড, পৌর বিএনপি
আহ্বায়ক: এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু
সহ-সভাপতি, জেলা বিএনপি ও আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, গাইবান্ধা পৌর বিএনপি।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল উৎসবমুখর। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার
