নির্বাচনের সময় ঘনিয়ে এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালায়— এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি সতর্ক করে বলেন, যারা ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা মহাসম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা ইসলাম ও মুসলমানদের নামে বিভ্রান্তি সৃষ্টি করে জাতিকে বিভক্ত করতে চায়, তাদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। তারা ইসলাম নয়, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ইসলামবিদ্বেষী নীতিতে বিশ্বাসী ছিল। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে তারা আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি এখন বিলুপ্তির পথে। সময় এসেছে আদর্শিক ও সৎ রাজনীতির।”
জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল হাবিবসহ সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী
